দারুল কলম
আমার রামাযান (প্যাকেজ)
আমার রামাযান (প্যাকেজ)
প্রকাশনীঃ দারুল কলম
বিষয়ঃ
Couldn't load pickup availability
আল্লাহ্ তা’আলার বে-ইনতিহা শোকর, আমার রামাযান! (তিনখণ্ড) প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশের পর তৃতীয় খণ্ড আজ আত্মপ্রকাশের পথে।
আগের খণ্ডদু’টি প্রকাশিত হয়ে, আলহামদু লিল্লাহ্ পাঠকমহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। রামাযানের হাকীকত ও রূহানিয়াত এবং তার আত্মিক ও আধ্যাত্মিক রূপ অনুধাবনের ক্ষেত্রে এবং ছিয়ামের মাধ্যমে আল্লাহ্র সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের ক্ষেত্রে উপকারী ও কল্যাণকর হয়েছে বলে আল্লাহ্ বান্দারা মনে করছেন। তাতে আমি আমার আল্লাহ্র প্রতি অত্যন্ত শোকর ও কৃতজ্ঞতা অনুভব করছি। আল্লাহ্ যেন মুখে ও কলমে উম্মতের জন্য উত্তম থেকে উত্তম আরো বহু আমল আঞ্জাম দেয়ার তাওফীক দান করেন এবং ককূলিয়াত ও মাককূলিয়াত নছীব করেন, আমীন।
আসলে সমস্ত নেক আমল তো আল্লাহ্ তা’আলার করুণা ও অনুগ্রহ দ্বারাই সম্পন্ন হয়।
২
রব্বে কারীমের পক্ষ হতে, তার বান্দা হিসাবে এতটুকু বলার সাহস কি করতে পারি না, পুণ্যকর্মের আনন্দে না হোক, মন্দকর্মের অনুতাপ-অনুশোচনায়!
ইনশাআল্লাহ্ আশা করি, পাঠক হিসাবে এখান থেকে আপনি পেয়ে যাবেন ক্ষমা ও মাগফিরাতের আলোকিত পথ! বাকি থাকলো আপনার লেখক, তার কলমের কিছু কালি! তার চোখের কিছু পানি! তার হৃদয়ের কিছু স্পন্দন!….. আচ্ছা, এ প্রসঙ্গ থাক, আমি শুধু আপনার বিগলিত হৃদয়ের কাছে মিনতি নিবেদন করছি, আপনার চোখের দু’ফোঁটা পানিতে আমারও জন্য যেন থাকে মাগফিরাতের নিবেদন! আপনার হৃদয়ের স্পন্দনে আমারও জন্য যেন থাকে ক্ষমার আকুতি! যতদিন বেঁচে থাকবো, কৃতজ্ঞতা হিসাবে আপনার কল্যাণ কামনা করে যাবো, ইনশাআল্লাহ্! এবারের রামাযানের আর ক’টা দিন বাকি আছে! কামনা করি, পিছনের দিনগুলো আলো ও শুভ্রতা নিয়ে আপনার ডানকাঁধে সঞ্চিত থাকুক! আর সামনের দিনগুলো বামকাঁধের পথ এড়িয়ে ডানকাঁধেরই পথে অগ্রসর হোক। এই কামনা আপনার অন্তরের কাছে আমার নিজের জন্যও আশা করি।
আল্লাহর ইচ্ছায় সুখে থাকুন এবং যারা আপনার ছায়ায় আছে তাদের সুখে রাখুন। আশা করি, আবার দেখা হবে, আবার কথা হবে তৃতীয় দশকের নাজাত ও মুক্তির অঙ্গনে!
রাব্বে কারীমে দয়া ও করমের ভিখারী। -আবু তাহের মিছবাহ
Share
Ager Limit :
View full details