মাকতাবাতুল আশরাফ
বায়তুল্লাহর পথে [Baitullahr Pothe]
বায়তুল্লাহর পথে [Baitullahr Pothe]
প্রকাশনীঃ মাকতাবাতুল আশরাফ
বিষয়ঃ Religion & spirituality
Couldn't load pickup availability
হজ্জ ও বায়তুল্লাহর সফর ঈমানদারের যিন্দেগীর পরম সৌভাগ্যের প্রতীক। মুমিনের অন্তরে আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বতের পরই আল্লাহর ঘরের আকর্ষণ থাকে সবচেয়ে বেশী। মূলত এ আকর্ষণ ও টানই যখন প্রবল হয় তখনই শক্তি-সামর্থ্য না থাকলেও আল্লাহ পাক নিজের ঘরে ডেকে নেন। অকল্পনীয়ভাবে বায়তুল্লাহর সফরের ব্যবস্থা করে দেন। বান্দা কখনো বুঝতে পারে, আবার কখনো সে তা বুঝতে ব্যর্থ হয়।
আল্লাহর প্রিয় বান্দাদের প্রায় সকলের অন্তরেই বায়তুল্লাহয় হাজিরির আশা এমন প্রবল থাকে যে, তা দেখে বাহ্যদর্শী লোকেরা কোনো কোনো সময় তাদেরকে পাগলই ভেবে বসে। অথচ তারা কেবল যে সুস্থমস্তিষ্ক তাই নয়, বরং তাদের মস্তিষ্কের সুস্থতা ও পূর্ণতা অন্যদের তুলনায় অনেক বেশী। তারাতো তাদের অন্তরে প্রজ্জ্বলিত ‘ইশকে ইলাহী’র আগুন সর্বদা গোপন রাখতেই অভ্যস্ত। কিন্তু খোদাপ্রেমের লাভা তো সব সময় বাধা মানে না। কখনো কখনো তার দুর্দান্ত স্রোত জ্বালামুখ ছাপিয়ে বাইরে চলে আসে।
Share
Ager Limit :
View full details![বায়তুল্লাহর পথে [Baitullahr Pothe]](http://khidmahshop.com/cdn/shop/files/baitullah-600x600.jpg?v=1735496104&width=1445)