আমার দেখা পৃথিবী-১ (সফর নামা)
আমার দেখা পৃথিবী-১ (সফর নামা)
প্রকাশনীঃ মাকতাবাতুল আশরাফ
বিষয়ঃ
বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ আলেম শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম। তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিভিন্ন ইসলামী সেমিনার, সভা ও মাহফিলে যোগদানের উদ্দেশ্যে প্রায় অর্ধশতাধিক দেশের অসংখ্য শহরে উপস্থিত হয়ে পথহারা মানুষকে দিয়েছেন পথের দিশা। এই নব্য জাহেলী যুগ-সৃষ্ট অনেক জটিল সমস্যার ইসলামী সমাধান পেশ করে মানবতাকে সিরাতে মুস্তাকীমের রাহনুমায়ী করেছেন।
এ প্রসঙ্গে তিনি নিজেই লিখেছেন—
“বিগত প্রায় বিশ বছর যাবৎ আমি ঠিকানাবিহীন পত্রের ন্যায় সফর করে চলেছি। এ সকল সফরে অসংখ্য দেশ ও শহরের মাটি পায়ে লাগিয়েছি। তন্মধ্যে যে সকল সফরে উল্লেখযোগ্য জ্ঞানার্জন হয়েছে অথবা এ সুবাদে ইসলামী ইতিহাসের হারানো কোনো অধ্যায় উল্টিয়ে দেখার সুযোগ হয়েছে, তার বিবরণ ‘সফরনামা’ রূপে লিপিবদ্ধ করেছি। যার প্রথম খণ্ড বিশটি দেশের সফরনামা ‘জাহানে দীদাহ্’ নামে প্রকাশিত হয়েছে এবং আমার ধারণাতীত পাঠকপ্রিয়তা লাভ করেছে। এরপরও আমার সফরের ধারা অব্যাহত রয়েছে এবং এখনো সফরেই আছি। সফরনামার প্রথম খণ্ড ‘জাহানে দীদাহ্’ প্রকাশিত হওয়ার পরও আমার অনেক দেশ সফর করা হয়েছে সেগুলোর বিবরণও লিপিবদ্ধ করেছি এবং তা ‘দুন্ইয়া মেরে আগে’ নামে প্রকাশিত হয়েছে। এ সফরনামার তৃতীয় খণ্ড ‘সফর দর সফর’ নামে প্রকাশিত হয়েছে।
দুআ করি আল্লাহ পাক এই কিতাবকে পাঠকদের জন্য উপকারী বানান। আমীন।”
আমরা পূর্বে এ সকল সফরনামা অনুবাদ করে সাত খণ্ডে প্রকাশ করেছিলাম। বর্তমানে সে সকল খণ্ড ব্যাপক পরিমার্জন ও দীর্ঘ সম্পাদনার পর দুই দুই খণ্ড একত্রে প্রকাশ করা হচ্ছে। ফলে পূর্ব প্রকাশিত প্রথম খণ্ড (ফুরাত নদীর তীরে) ও দ্বিতীয় খণ্ড (উহুদ থেকে কাসিয়ুন) একত্রে “আমার দেখা পৃথিবী-১” নামে দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব (১ম সফর), ইরাক, মিসর, আলজিরিয়া, সৌদি আরব (২য় সফর), জর্দান ও সিরিয়া মোট আটটি দেশের সফর বৃত্তান্ত নিয়ে প্রকাশিত হচ্ছে।