সন্দীপন প্রকাশন
মুমিনের জীবনে আল্লাহর ওয়াদা
মুমিনের জীবনে আল্লাহর ওয়াদা
প্রকাশনীঃ সন্দীপন প্রকাশন
বিষয়ঃ
Couldn't load pickup availability
সম্পাদনা- ডা. শামসুল আরেফীন
রোম সম্রাট হিরাক্লিয়াস ও পারস্য সম্রাট পারভেজের মধ্যে একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে রোমানরা পরাজিত হয়, পার্সিয়ান বাহিনী জয়লাভ করে। পার্সিয়ানরা ছিল মুশরিক। তাদের বিজয় মক্কার মুশরিকদেরকেও আনন্দিত করে। ঠিক এই সময়টাতেই কুরআন ঘোষণা করে, রোমানরা আবার জয়ী হবে। (সূরা রুম, ৩০ : ৩)
এই ঘোষণা শুনে মুশরিকরা মুসলিমদের সাথে ঠাট্টা-বিদ্রুপ করতে থাকে। কিন্তু এই ঘোষণা যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেহেতু এটার বাস্তবায়ন হবেই। সে আশায় বুক বাঁধে মুসলিম উম্মাহ। অবশেষে ৬২৪ খ্রিস্টাব্দে রোমানরা জয়লাভ করে। কুরআনের ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রমাণিত হয়।
যুগে যুগে আল্লাহর ওয়াদা এভাবেই সত্যে পরিণত হয়েছে। আসলে আল্লাহর ওয়াদার অন্যথা হয় না কখনো। তাই তো মুমিনরা আল্লাহর উপরই ভরসা করে। আল্লাহর ওয়াদার উপর নির্ভর করে সামনের দিকে এগোতে থাকে।‘…আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে আছে?’ (সূরা নিসা, ৪ : ১২২)
Share
Ager Limit :
View full details