মাকতাবাতুল আশরাফ
রাসায়েলে আবরার
রাসায়েলে আবরার
প্রকাশনীঃ মাকতাবাতুল আশরাফ
বিষয়ঃ
Couldn't load pickup availability
আল্লাহ পাক তাঁর কোনো কোনো খাস বান্দার অন্তরকে স্বীয় মা‘রেফাতের নূরে এমন আলোকিত করেন যে, তাঁরা তাঁদের অভ্যন্তরের নূরকে যতই লুকানোর চেষ্টা করেন, আতরের সুবাসের ন্যায় তা শুধু ছড়াতেই থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে তা তাঁদের প্রতিটি আচরণ ও উচ্চারণ থেকে ঠিকরে বের হতে থাকে। এ ধরনের বুযুর্গদের চেনার জন্য বুযুর্গ হওয়ারও প্রয়োজন নেই। সাধারণ ও বিশেষ নির্বিশেষে যে কেউ একটু সচেতন হলেই তাঁদের চিনতে পারে। এ পর্যায়ের বুযুর্গ ছিলেন আমাদের মুরুব্বী ও শায়েখ মুহিউস্ সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক ছাহেব রহ.। হযরতের রচনাসমূহের মধ্য থেকে নির্বাচিত দশটি পুস্তিকার সমন্বয়ে এই কিতাব সংকলিত হয়েছে। এতে সমাজের বিভিন্ন স্তরের লোকদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বিভিন্ন দ্বীনী দুর্বলতা ও বাড়াবাড়ির ব্যাপারগুলো চিহ্নিত করে তার যথোপযুক্ত প্রতিকার বাতলে দেওয়া হয়েছে। আশা করা যায় এ সকল প্রতিকারমূলক ব্যবস্থা অনুপাতে আমল করলে, আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে খুব সহজেই পৌঁছতে পারব। ইনশাআল্লাহ্।
Share
Ager Limit :
View full details