সন্দীপন প্রকাশন
ষোলো : ৬ষ্ঠ সংখ্যা (মে-জুলাই ২০২৪)
ষোলো : ৬ষ্ঠ সংখ্যা (মে-জুলাই ২০২৪)
প্রকাশনীঃ সন্দীপন প্রকাশন
বিষয়ঃ
Couldn't load pickup availability
আলহামদুলিল্লাহ, বহু প্রতীক্ষার পর ষোলো’র ষষ্ঠ সংখ্যা প্রকাশিত হলো। ছোটবড় বিভিন্ন কারণে দেরি হয়ে গেল। আশা করছি, তোমরা এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।
এবারের সংখ্যায় রয়েছে স্মৃতিশক্তি বাড়ানোর কার্যকরী টিপস নিয়ে ‘স্মৃতিশক্তি বাড়ানোর ১২টি অব্যর্থ টিপস’, নিঝুম রাতে একা একা জেগে থাকা ছোট্ট ভাইবোনদের জন্য আছে ‘রাত জাগা পাখি’, (ফাঁকিবাজদের জন্য) স্মার্টভাবে পড়াশোনার পদ্ধতি নিয়ে ফেলটুস থেকে টপার সিরিজের ২য় পর্বসহ দারুণ সব লেখা। এছাড়া ব্যায়াম সিরিজ, রহস্য গল্প, রম্যগল্প, কমিকস, রহস্যজট ও ধাঁধা ইত্যাদি ধারাবাহিক আয়োজন তো থাকছেই।
এবারের সংখ্যায় আরেকটি বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। ভূমধ্যসাগরের তীরবর্তী গাযযা উপত্যকায় মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইল। এই গণহত্যা নিয়ে কিছু আলোচনা এসেছে এতে। মানবতার গোরখোদক বর্বর ইহুদিদের গণহত্যা সমর্থনকারী ব্র্যান্ডগুলোর পণ্য বয়কট নিয়েও অল্প আলোচনা এসেছে। সেটি একটি আলাদা আর্টপেপারে ছাপিয়ে ম্যাগাজিনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। যেটি ছিঁড়ে তোমার পড়ার টেবিলে সাঁটিয়ে রাখতে পারবে। চাইলে ফটোকপি করে বন্ধুদের মাঝে বিলিও করতে পারবে।
আমরা চাই, ষোলো ছড়িয়ে পড়ুক তোমাদের সকলের মাঝে। সেই লক্ষ্যে শীঘ্রই আমরা তোমাদের নিয়ে জেলাভিত্তিক ‘ষোলো পাঠক ফোরাম’ গঠন করব। পাঠক ফোরামে তোমরা সকলে মিলে ‘ষোলো’ পড়বে, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করবে, নিজেদের প্রতিভা ও দক্ষতার বিকাশ ঘটিয়ে সমাজের একজন দায়িত্বশীল মানুষ হয়ে বেড়ে উঠবে ইনশাআল্লাহ।
শেষ করি ম্যাগাজিনের দাম কমানোর সুসংবাদ দিয়ে। আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম ম্যাগাজিনের দাম কমানোর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই সংখ্যা থেকেই ষোলো’র দাম কমাতে পেরেছি আমরা। এখন থেকে তোমরা ষোলো কিনতে পারবে মাত্র ৫০ টাকায়! কী, খুব খুশি খুশি লাগছে? শুধু খুশি হলেই হবে না; ষোলোকে ছড়িয়ে দিতে হবে প্রতিটি কিশোর ও তরুণের কাছে। ছড়িয়ে দেবে তো?
ষোলোকে ছড়িয়ে দাও বাংলার আনাচেকানাচে। ভালোবাসা নাও, হারিয়ে যেয়ো না।
Share
Ager Limit :
View full details